kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

মিশন বাংলাওয়াশ : ছবিতে দেখুন টাইগারদের প্রস্তুতি

অনলাইন ডেস্ক   

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৩৩ | পড়া যাবে ২ মিনিটেমিশন বাংলাওয়াশ : ছবিতে দেখুন টাইগারদের প্রস্তুতি

আজ টাইগারদের অনুশীলনে ছিলেন টিম লিডার খালেদ মাহমুদ সুজনও। ছবি : মীর ফরিদ

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ। আগামীকাল টাইগারদের মিশন আফগানদের ধোলাই করা। ম্যাচের আগের দিন আজ রবিবার দুই দলের অনুশীলনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন কালের কণ্ঠের আলোকচিত্রী মীর ফরিদ।

বিজ্ঞাপন

 

অনুশীলনের ফাঁকে কী ভাবছেন মুস্তাফিজুর রহমান? ছবি মীর ফরিদ 

দারুণ ফর্মে থাকা মেহেদি মিরাজকে টিপস দিচ্ছেন জেমি সিডন্স।  ছবি মীর ফরিদ 

অধিনায়ক তামিম ইকবালকে সঙ্গে নিয়ে জহুর আহমেদের উইকেট দেখছেন রাসেল ডমিঙ্গো।  ছবি মীর ফরিদ 

সিডন্স ইন অ্যাকশন।  ছবি মীর ফরিদ 

নখ খুঁটতে থাকা মাহমুদ উল্লাহর সঙ্গে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলছে ডমিঙ্গোর।  ছবি মীর ফরিদ 

কোচের সঙ্গে খোশমেজাজে মেহেদি মিরাজ।  ছবি মীর ফরিদ 

প্রিয় শিষ্য তামিম ইকবালের কথা মনোযোগ দিয়ে শুনছেন ব্যাটিং গুরু সিডন্স।  ছবি মীর ফরিদ 

দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি মিস করা মুশফিককে কী বোঝাচ্ছেন ডমিঙ্গো?  ছবি মীর ফরিদ 

শক্তি পরীক্ষা নয়, ব্যাটিং কৌশল শেখাচ্ছেন সিডন্স।  ছবি মীর ফরিদ 

নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আফগানিস্তানের প্রধান দুই অস্ত্র রশিদ-মুজিব।  ছবি মীর ফরিদ 

অনুশীলনের ফাঁকে নবিদের খোশগল্প।  ছবি মীর ফরিদ 

আফগানরাও প্রস্তুত হচ্ছে হোয়াইটওয়াশ এড়াতে।  ছবি মীর ফরিদসাতদিনের সেরা