মার্চের ফিফা উইন্ডোতে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও এখনো ফিফা থেকে আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। ফিফার কাছ থেকে অনুমতি নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় কাজী নাবিল বলেন, '২৪ মার্চ মালদ্বীপের মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
মালদ্বীপের বিপক্ষে গত নভেম্বরে শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ২-১ গোলে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র্যাংকিংয়ে মালদ্বীপের অবস্থান ১৫৭তম। মঙ্গোলিয়া ১৮৪ এবং বাংলাদেশ ১৮৬ তে।