kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

কোহলি কেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক নন?

অনলাইন ডেস্ক   

২৯ জানুয়ারি, ২০২২ ১৭:০৩ | পড়া যাবে ২ মিনিটেকোহলি কেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক নন?

ভারতের ক্রিকেটে তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে সফল বিরাট কোহলি। তবুও তাকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলতে রাজি নন সঞ্জয় মাঞ্জরেকার। বরং তার কাছে ভারতের সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর কপিল দেব, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলীকেও রেখেছেন সঞ্জয়।

বিজ্ঞাপন

সেই তালিকায় সবার শেষে জায়গা হয়েছে কোহলির। সঞ্জয় অবশ্য ব্যাখ্যা করেছেন, তিনি কেন কোহলিকে সর্বকালের সেরার তালিকার শীর্ষে রাখেননি।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই প্রসঙ্গ টেনে সঞ্জয় বলেছেন, 'আমার মতে, ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ আমি একজন অধিনায়ককে শুধু দ্বিপাক্ষিক সিরিজ জয় দিয়ে বিচার করি না। আমার কাছে আইসিসি টুর্নামেন্ট জয়ও একটা বড় ব্যাপার। কারণ সেটাই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ। '

বিষয়টি ব্যাখ্যা করে সঞ্জয় আরও বলেছেন, 'দ্বিপাক্ষিক সিরিজ খেলা হলো অনেকটা অফিস যাওয়ার মতো। আপনি সারাদিন কাজ করে সন্ধ্যার দিকে ঘরে ফিরে যাবেন। তেমন একটা চাপ থাকে না। কিন্তু আইসিসি টুর্নামেন্টেই আসল শক্তির পরিচয় পাওয়া যায়। সেই জায়গায় ধোনি সবার ঊর্ধ্বে।  এরপর কপিল দেব, সুনীল গাভাস্কার এবং সৌরভ গাঙ্গুলীর নাম আসবে। সবার শেষে থাকবে কোহলি। কারণ আইসিসি টুর্নামেন্টে তার কোনো সাফল্য নেই। '

কোহলিকে সেরার আসনে না বসালেও তার আগ্রাসী মানসিকতার প্রশংসা করেছেন সঞ্জয়, 'এর আগের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। খারাপ পিচ ও ব্যাটিং ব্যর্থতার জন্য ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পিছিয়ে গেলেও কোহলি কিন্তু হাল ছাড়েনি। তার লড়াকু ও আগ্রাসী মানসিকতার জন্য শেষ টেস্টে জয় পেয়েছিল ভারত। তবে এমন উদাহরণ শুধু দক্ষিণ আফ্রিকায় নয়। গত ৫-৬ বছরে আগ্রাসী এবং হার না মানা অধিনায়ক হিসেবে এমন অনেক উদাহরণ সৃষ্টি করেছে কোহলি। 'সাতদিনের সেরা