প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফিরছেন সৌম্য। ছবি : মীর ফরিদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। সে ম্যাচে মুশফিকদের ১৪২ রানের টার্গেট দিয়েছে সাকিব-গেইলের বরিশাল। রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি খুলনার।
আফগান স্পিনার মুজিব-উর-রহমানের ঘূর্ণিতে মাত্র ৫ রানেই আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারকে হারিয়েছে খুলনা।
বিজ্ঞাপন
প্রতিবেদন লেখার সময় খুলনার সংগ্রহ ৩ ওভারে ২ উইকেটে ১১ রান। রনি তালুকদার ৩ ও মেহেদি হাসান ২ রানে ব্যাট করছেন। এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল।
দলটির ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ওপেনিংয়ে নেমে খেলেন ৩৪ বলে ৪৫ রানের ইনিংস। গেইল মেরেছেন ৬টি চার ও হাঁকিয়েছেন ২টি বিশাল ছক্কা। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী জ্যাক লিন্টট করেন ১১ রান। এছাড়া জিয়াউর রহমান ১০ ও নুরুল হাসান সোহান ৮ রান করে আউট হয়েছেন। খুলনার পক্ষে কামরুল ইসলাম, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদি হাসান, শরিফুল্লাহ ও সিকুগে প্রসন্ন একটি করে উইকেট লাভ করেন।