বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। সে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা দলপতি মুশফিকুর রহীম।
খুলনার একাদশে এসেছে একটি পরিবর্তন।
বিজ্ঞাপন
একনজরে দুদলের আজকের একাদশ
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, জ্যাক লিনটট।
খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ শরিফউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি।