এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করছেন মেহেদি হাসান মিরাজ। ঢাকায় তিন ম্যাচ খেলে চট্টগ্রামে গেছে দলটি। সেখানে তারা খেলবে আরো চারটি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে আগামীকালই মাঠে নামবে চ্যালেঞ্জার্সরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে চাটগাঁইয়া ভাষায় মিরাজ লিখেছেন, ‘পরর ম্যাচর লাই প্রস্তুতি লইদ্দি। আরা রে বেশি গরি সাপোর্ট গরিবেন। ’ অর্থ্যাৎপরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদেরকে বেশি করে সমর্থন করবেন।
বিপিএলের প্রথম দল হিসেবে চট্টগ্রামে পা রাখে মিরাজের দল। ঢাকায় খুব একটা খারাপ খেলেনি চট্টগ্রাম। তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামীকাল খুলনাকে হারিয়ে শীর্ষে উঠতে চাইবে মিরাজবাহিনী।