জিম্বাবুয়ের সাবেক তারকা পেসার তথা বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক দুর্নীতির দায়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তারপরও জিম্বাবুয়ে ক্রিকেটের সুদিনের এই সুপারস্টার এখনও আলোচনায় থাকেন। সম্প্রতি স্ট্রিককে নিয়ে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো একটা আর্টিকের ছেপেছে। যাতে স্ট্রিকের প্রতি অনেকটা সমবেদনা দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
ক্রিকইনফোর এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এক বিবৃতিতে জেডসি বলেছে, 'তার (স্ট্রিক) কোনো সমবেদনাই প্রাপ্য নয়। স্ট্রিকের কুকর্মের ব্যাখ্যা দিতে যাওয়া একজন ধর্ষকের পক্ষে বলার মতোই। ধর্ষণের মতো দুর্নীতিও কোনো দুর্ঘটনা নয়। ভুল করে হওয়া কোনো ব্যাপারও নয়। এটা ইচ্ছাকৃত কাজ, এটা আমাদের বুঝতে হবে। ঘৃণ্য এমন কাজে জড়িতদের হয়ে সাফাই গাওয়া আর সত্যিকারের ক্ষতিগ্রস্তদেরই উল্টো আক্রমণ করা বন্ধ করুন। '
স্ট্রিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, 'মিস্টার এক্স' নামে পরিচিত এক জুয়াড়িকে তিনি তথ্য পাচার করেছিলেন। বিনিময়ে ৩৫ হাজার মার্কিন ডলার ও ২০১৭ সালে একটি আইফোনও পেয়েছিলেন। জেডসি আরও লিখেছে, 'এই প্রতিবেদনটা যে একজন দুর্নীতিবাজ মানুষের প্রতি পাঠকদের সহানুভূতি জাগানোর একটা কদর্য ও ব্যর্থ প্রচেষ্টা। প্রতিবেদনটি তথ্যের বিকৃতিতে ভরা, পাশাপাশি সুবিধাজনক কিছু সত্যিকে বেছে নিয়ে অপ্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা হয়েছে। যাতে স্ট্রিককে একটু দুর্নীতির চক্রের শিকার হিসেবে দেখানো যায়। '