kalerkantho

শুক্রবার ।  ২০ মে ২০২২ । ৬ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৮ শাওয়াল ১৪৪৩  

শেষবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন খেললেন সানিয়া

অনলাইন ডেস্ক   

২৬ জানুয়ারি, ২০২২ ১৬:০৮ | পড়া যাবে ২ মিনিটেশেষবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন খেললেন সানিয়া

সানিয়া মির্জা। ফাইল: ছবি

মহিলা ডাবলস থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল হেরে টুর্নামেন্ট থেকেই এবার বিদায় নিলেন তিনি। সানিয়া এদিন যুক্তরাষ্ট্রের রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান জুটি জ্যাসন কাবলার ও জাইম ফরলিসের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন। অজি প্রতিপক্ষরা সানিয়াদের হারায় ৪-৬, ৬-৭ (৫-৭) সেটে।

বিজ্ঞাপন

 

এর আগে, সানিয়া মহিলা ডাবলসে ইউক্রেনিয়ান নাদিলা কিচেনকের হাত ধরে স্লোভানিয়ান জুটি টামারা জিদানসেক ও কাজা জুভানের বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু প্রথম রাউন্ডে ৪-৬, ৬-৭ (৫) সেটে হেরেই বিদায় নেন। সানিয়া আগেই জানিয়েছিলেন, চলতি বছরই তাঁকে শেষবারের মতো টেনিস ব়্যাকেট হাতে দেখা যাবে।

ফলে ছয়বারের গ্র্যান্ড স্লামজয়ী জীবনে শেষবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন খেললেন। অস্ট্রেলিয়ান ওপেনের অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেলে লেখা হলো, ‘স্মৃতির জন্য ধন্যবাদ সানিয়া’।

অবসরের ঘোষণা দিয়ে সানিয়া বলেছিলেন, ‘আমার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। চোট লাগলে তা ঠিক হতেও অনেক বেশি সময় লাগছে এখন। বয়সের কারণেই হয়তো এমনটা হচ্ছে। তা ছাড়া আমার তিন বছরের বাচ্চাও রয়েছে। ওকে ছেড়ে অনেকটা সময় বাড়ির বাইরে থাকা বেশ ঝুঁকিপূর্ণ। তাই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তা ছাড়া সবাইকে একটা সময় থামতে হয়। আমিও নিয়মের বাইরে নই। ’সাতদিনের সেরা