ছবি : মীর ফরিদ
রান তাড়ায় নেমে দ্রুত উইকেট হারিয়ে এমনিতেই বিপদে ফরচুন বরিশাল। এমন সময় যার ওপর দল ভরসা করছিল, সেই ক্রিস গেইল ব্যর্থ হলেন। তৌহিদ হৃদয় আউট হওয়ার পর উইকেটে আসেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। মাথা ঠাণ্ডা রেখে ইনিংস শুরু করে নিজের খেলা তৃতীয় বলে করিম জানাতকে হাঁকান বাউন্ডারি।
বিজ্ঞাপন
কিন্তু বর্ষীয়ান 'ইউনিভার্স বস' আজ বিপদে দলকে পথ দেখাতে পারেননি। ৮ বলে ৭ রান করে নাহিদুলের বলে উইকেটকিপার মাহিদুল ইসলাম অংকনের দারুণ স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরেছেন। এর মাধ্যমে দলীয় ৪৫ রানে ৪র্থ উইকেট হারাল টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ফরচুন বরিশাল। এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
অবশ্য রান তাড়ায় নেমেই বরিশাল কুমিল্লার বোলারদের তোপের মুখে পড়েছিল। নাহিদুলের করা প্রথম ওভারের শেষ বলে 'ডাক' মারেন সৈকত আলী। স্কোরবোর্ড তখনও শূন্য। ফিরতি ওভারে এসে বড় শিকার ধরেন নাহিদুল। তার বলে ইমরুল কায়েসের তালুবন্দি হন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান (১)। এরপর তৌহিদ হৃদয় হাত খুলে খেলছিলেন। কিন্তু করিম জানাতের বলে বোল্ড হয়ে ১৪ বলে ২ চার ১ ছক্কায় ১৯ রানেই থামে তার ইনিংস।