বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বরিশালের দেওয়া ১৩০ রানের টার্গেটে ঢাকা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। মাহমুদউল্লাহ ৪৭ বলে ৪৭ রানের ইনিংস খেলেন।
বিজ্ঞাপন
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে বরিশাল শুরুতেই ঢাকার বোলিং তোপে পড়েছিল। মাত্র ২৩ রানেই তিন উইকেট হারায় তারা। সাজঘরে ফিরেন নাজমুল হোসেন শান্ত (৫), সৈকত আলী (১৫) ও তৌহিদ হৃদয় (০)। এরপর ৩৭ রানের জুটি গড়েন সাকিব ও গেইল। ২৩ রান করে সাকিব ফিরেন, আর গেইল থামেন ৩৬ রানে।
এরপর ডোয়াইন ব্রাভোর ২৬ বলে অপরাজিত ৩৩ রানের সুবাদে ২০ ওভার শেষে ১২৯ রান সংগ্রহ করে বরিশাল। ঢাকার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও আইসুরু উদানা। একটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন, শুভাগত হোম, হাসান মুরাদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ঢাকা। দলপতি মাহমুদউল্লাহর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।