kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

রাতে মাঠে নামছে পিএসজি, খেলবেন মেসি

অনলাইন ডেস্ক   

২৩ জানুয়ারি, ২০২২ ১৩:৪৮ | পড়া যাবে ১ মিনিটেরাতে মাঠে নামছে পিএসজি, খেলবেন মেসি

অবশেষে মাঠে নামছেন পিএসজির আর্জেন্টোইন তারকা লিওনেল মেসি। রবিবার দিবাগত রাতে রেইমসের বিপক্ষে ম্যাচে মেসি পিএসজির স্কোয়াডে ফিরবেন বলে জানিয়েছেন কোচ মাওরিসিও পচেত্তিনো।

লিগ ওয়ানে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত পৌনে ২টায় নিজেদের মাঠে রেইমসের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসির দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সপ্তাহে দলের সঙ্গে সে ভালোভাবে অনুশীলন করেছে। সে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমি খুশি। আগামীকাল (রবিবার) মেসি স্কোয়াডে থাকবে। ’

মেসি গত ২ জানুয়ারি করোনা পরীক্ষায় পজিটিভ হন। চারদিন পরই অবশ্য তার ফল নেগেটিভ আসে। কিন্তু অসুস্থতার ধকল কাটিয়ে তখনই অনুশীলনে ফেরা সম্ভব হয়নি। পিএসজির হয়ে এ বছর মাঠে নামতে পারেননি মেসি। সর্বশেষ খেলেছিলেন গত ২২ ডিসেম্বর। অবশেষে প্রায় এক মাস পর মাঠের খেলায় দেখা যাবে সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।সাতদিনের সেরা