kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

বদলি নেমে ম্যানইউকে জেতালেন কাভানি-রাশফোর্ড

অনলাইন ডেস্ক   

২৩ জানুয়ারি, ২০২২ ১১:৩৮ | পড়া যাবে ১ মিনিটেবদলি নেমে ম্যানইউকে জেতালেন কাভানি-রাশফোর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড। সে ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ম্যানইউ। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ঢুকে গেছে রেড ডেভিলসরা।

ম্যাচের ৬২তম মিনিটে এলাঙ্গার বদলি হয়ে মাঠে নামেন মার্কাস রাশফোর্ড।

বিজ্ঞাপন

আর এডিনসন কাভানি মাঠে নামেন ম্যাচের ৮২তম মিনিটে। আর এই দুই তারকার নৈপুণ্যে ম্যাচের ৯৩তম মিনিটে গোলের দেখা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। কাভানির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোলটি করেন রাশফোর্ড।

অতিরিক্ত সময়ের গোলে পাওয়া তিন পয়েন্ট ম্যানইউকে তুলে দিয়েছে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে। ২২ ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট ৩৮। ওয়েস্টহ্যাম নেমে গেছে পাঁচে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭। তবে আর্সেনাল ও টটেনহ্যামের সুযোগ রয়েছে ম্যানইউকে আবার শীর্ষ চারের বাইরে পাঠানোর। ১৯ ম্যাচে টটেনহ্যামের সংগ্রহ ৩৬ এবং ২০ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৩৫ পয়েন্ট।সাতদিনের সেরা