মিনিস্টার ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে ৮ম বিপিএল শুভ সূচনা করেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। গতকাল রাতের ম্যাচটিতে ওপেনিংয়ে নেমে মাত্র ২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন ক্যারিবীয় তারকা আন্দ্রে ফ্লেচার। যাকে বিগ ব্যাশ দল মেলবোর্ন স্টার্সের সতীর্থরা 'স্পাইসম্যান' নামে ডাকেন। চুলের লাল রঙের কারণেই তাঁর এমন নাম।
বিজ্ঞাপন
খুলনা টাইগার্স অধিনায়ক বলেন, 'প্রথম ম্যাচে সব সময় কিছুটা স্নায়ুর চাপ থাকে। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছে। বোলারদের জন্য কন্ডিশন কঠিন ছিল। অনেক শিশির ছিল। তবে যেভাবে ব্যাটিং করেছে, তাতে আমি খুশি। ' ফ্লেচারের প্রসঙ্গে মুশফিক বলেন, 'তার জন্য ভালো লাগছে। যেভাবে সে ইনিংসের শুরুটা করেছে, সেটা এককথায় অবিশ্বাস্য। আমরা সবাই তাকে স্পাইসম্যান হিসেবে চিনি। '
ফ্লেচারের এবারের বিপিএলে খেলারই কথা ছিল না! ড্রাফটের বাইরে থেকে খুলনা ভানুকা রাজাপক্ষেকেকে নিয়েছিল। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড তাঁকে বিপিএলে আসার অনুমতি না দেওয়ায় ৩৪ বছর বয়সী ফ্লেচারকে দলে নেয় খুলনা। সেই ফ্লেচারই এবার বিপিএলের প্রথম ম্যাচ জয়ের অন্যতম নায়ক হয়ে গেলেন। যদিও দুর্দান্ত ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন রনি তালুকদার।