ফাইল ছবি
৬ মাস আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন একসময়ের জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। গত ২৬ জুন মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রাইম ব্যাংকের হয়ে করেছিলেন মাত্র ১৩ রান। ১২ বল খেলে ১টি করে চার-ছক্কাও মেরেছিলেন। তারপর দীর্ঘ বিরতি।
বিজ্ঞাপন
আজ শনিবার দিনের প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটা হয়েছে এনামুলকে হারিয়ে। ৬ মাস পর প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামা এনামুল ৯ বলে মাত্র ৩ রান করে নাহিদুল ইসলামের বলে আলগা শট খেলতে গিয়ে উইকেটকিপার মহিদুলের গ্লাভসে ধরা পড়েন।
দলীয় ৭ রানে প্রথম উইকেট হারিয়ে সিলেট বেশ চাপে পড়ে গেছে। নাহিদুল-মুস্তাফিজুররা বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন। উল্লেখ্য, এনামুল হক বিজয় সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে। সেই ওয়ানডে ম্যাচটিতে ২৪ বলে ১৪ রান করে দল থেকে বাদ পড়েন। এরপর আর কোনো ফরম্যাটেই সুযোগ পাননি।