ছবি: এএফপি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। মঙ্গলবার রাতে পাল্লেকেলেতে ২২ রানে জয় পেয়েছে ক্রেইগ আরভিনের দল। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারের পর সিরিজে সমতা এনেছে তারা।
জিম্বাবুয়ের দেওয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন ৯১ রানের ইনিংস খেলেন। ৪৮ রান করেছেন শন উইলিয়ামস। শেষদিকে সিকান্দার রাজা ৪৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে খেলেন। শ্রীলঙ্কার পক্ষে ৫১ রানে ৩টি উইকেট নেন জেফ্রে ভেন্ডারসে।