kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

দলের ব্যর্থতার কারণ জানালেন নান্নু

অনলাইন ডেস্ক   

৯ ডিসেম্বর, ২০২১ ২০:৩৮ | পড়া যাবে ১ মিনিটেদলের ব্যর্থতার কারণ জানালেন নান্নু

বাংলাদেশের ক্রিকেটে এখন চরম দুঃসময় চলছে। একের পর এক ম্যাচ হেরেই চলছে দল। ক্রিকেটাররাও মানসিকভাবে হতাশাগ্রস্ত। বিসিবি বিভিন্ন পরিবর্তন আনতে ব্যস্ত।

বিজ্ঞাপন

এর মাঝেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধোলাই হওয়ার কারণ জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যদিও এই সিরিজের আগে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধোলাই হওয়ার কারণ তিনি বলেননি।

প্রধান নির্বাচকের মতে, অনেক দিন টেস্ট না খেলার অনভ্যাসেই নাকি দলের এমন বাজে পারফর্মেন্স। আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক দিন ধরেই টি–টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ ছিল দলের, সেখান থেকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নামার জন্যই খুব সম্ভবত টেস্ট সিরিজটা খারাপ হয়েছে। '

তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে 'ভালো করার' আশাবাদ ব্যক্ত করেন নান্নু, 'নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ বেশ সময় পাচ্ছে অনুশীলনের জন্য। অনুশীলন ম্যাচও আছে। আশার দিকটা হচ্ছে, নিউজিল্যান্ডে যাওয়ার আগে এখানে দুটি টেস্ট খেলে গেছে দল। দুটি অনুশীলন ম্যাচের পর টেস্টে মাঠে নামবে খেলোয়াড়েরা। আমার বিশ্বাস, আমরা ঘুরে দাঁড়াব। 'সাতদিনের সেরা