kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

বিগ ব্যাশের প্রথম দিনেই ম্যাক্সওয়েলদের লজ্জায় ডুবাল সিক্সার্স

অনলাইন ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৬ | পড়া যাবে ১ মিনিটেবিগ ব্যাশের প্রথম দিনেই ম্যাক্সওয়েলদের লজ্জায় ডুবাল সিক্সার্স

আজ থেতে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ২০২১-২২ আসর। রবিবার উদ্বোধনী ম্যাচেই গ্লেন ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টারসকে লজ্জায় ডুবিয়েছে সিডনি সিক্সার্স।

টসে হেরে আগে ব্যাট করে সিক্সার্স। জস ফিলিপে ও জেমস ভিন্স ৯০ রান তুলেন উদ্বোধনী জুটিতে।

বিজ্ঞাপন

ভিন্স ৪৪ রানে ফিরে গেলেও ফিলিপে খেলেন ৮৩ রানের ইনিংস। তিনে নেমে অধিনায়ক মইসেস হেনরিক্স ৩৮ বলে অপরাজিত ৭৬ রান করেন। ২০ ওভার শেষে সিক্সার্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২১৩।

২১৩ রান করেও যেন ক্ষুধা মিঠেনি সিক্সার্সদের! ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টারসকে তারা মাত্র ৬১ রানে গুটিয়ে দিয়ে ১৫২ রানের বিশাল জয় তুলে নেয়। পিটার নেভিল (১৮) ও হিল্টন কার্টরাইট ছাড়া (১০) আর কোনো স্টারস ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। দলপতি ম্যাক্সওয়েল করেছেন মাত্র ৪ রান।

সিক্সার্সের পক্ষে স্টিভ ওকিফে ১৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া শন অ্যাবোট তিনটি ও হেইডেন কের দুটি উইকেট নেন। জস ফিলিপে ম্যাচসেরা হন।সাতদিনের সেরা