kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

যে কারণে ঢাকা টেস্টের একাদশে নেই তাসকিন আহমেদ

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২১ ০৯:৫৩ | পড়া যাবে ২ মিনিটেযে কারণে ঢাকা টেস্টের একাদশে নেই তাসকিন আহমেদ

সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অভিষেক হতে যাচ্ছে মাহমুদুল হাসান জয়ের। সাদমান ইসলামের সঙ্গে তাকেই ওপেনিংয়ে দেখা যাবে।

বিজ্ঞাপন

প্রায় আড়াই বছর পর দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। সাইফের পাশাপাশি বাদ পড়েছেন আবু জায়েদ এবং চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ইয়াসির আলী। তবে টেস্ট স্কোয়াডে থাকলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় একাদশে নেই তাসকিন আহমেদ।

গতকাল শুক্রবার ম্যাচের আগের দিন মিরপুরে অনুশীলনরত তাসকিনের দুই হাতে টেপ পেঁচানো ছিল। সেই হাত নিয়েই অবশ্য রীতিমতো আগুন ঝরিয়েছেন নেটে। গতকালই অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, তাসকিনের ব্যাপারে আজ সকালে সিদ্ধান্ত হবে। মুমিনুল বলেছিলেন, 'ওর অবস্থা যদি বলেন, এখনও ওইভাবে… এই ম্যাচ খেলার জন্য হয়তো কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তো কালকে আরেকটু দেখতে হবে (চোটের অবস্থা)। তখন সিদ্ধান্ত নিতে পারব। তবে আমার কাছে মনে হয়, নিউজিল্যান্ডে খেলার জন্যই সে বেশি প্রস্তুত থাকবে। '

চট্টগ্রামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। যদিও ম্যাচের প্রথম তিন দিন বাংলাদেশ ম্যাচেই ছিল। তৃতীয় দিন শেষ বেলায় শুরু হওয়া ব্যাটিং ধসে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। চট্টগ্রামের উইকেট খুব ধীরগতির ছিল না। মিরপুরের কঠিন উইকেটে এবার টাইগারদের ঘুরে দাঁড়ানোর পালা।

বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ : আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নুমান আলী, হাসান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি।সাতদিনের সেরা