kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

ছবিতে দেখুন সাকিবের কঠোর অনুশীলন

অনলাইন ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২১ ২০:২৫ | পড়া যাবে ২ মিনিটেছবিতে দেখুন সাকিবের কঠোর অনুশীলন

ছবি : মীর ফরিদ

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট সামনে রেখে গত কয়েকদিন ধরে মিরপুর শেরে বাংলায় ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবারও দলের বাকিরা আসার আগেই তিনি শেরে বাংলায় চলে আসেন। এরপর দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেন টেস্ট মেজাজে। সাকিবের অনুশীলনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন মীর ফরিদ

বিজ্ঞাপন

 

গতকাল বুধবার চট্টগ্রাম থেকে ফেরা বাংলাদেশ দলের অনুশীলন ছিল বেলা দেড়টা থেকে। কিন্তু সাকিব মাঠে প্রবেশ করেন সকাল ১১টায়।  

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ খেলা হয়নি সাকিবের। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ আর চট্টগ্রাম টেস্টও খেলেননি।  

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেই চোট থেকে তিনি সুস্থ হয়েছেন। দুজনকেই দ্বিতীয় টেস্টের একাদশে দেখার সম্ভাবনা বেশি।  

তিনজন পেস বোলার আজ সাকিবকে নেটে বোলিং করেছেন। ছিলেন বাঁহাতি স্পিনার, অফ স্পিনার আর লেগ স্পিনারও।  

সাকিব তার একাডেমি থেকেই এই ৬ জন বোলার নিয়ে এসেছিলেন।  

অনুশীলনের ফাঁকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় সাকিবকে।  

বেশ কিছুদিন পর দেখা হওয়ায় আড্ডা হয় সতীর্থদের সঙ্গেও।  

প্রথম টেস্ট ৮ উইকেটে হেরে মুমিনুল হকের দল এমনিতেই বিপদে আছে।  

এবার সাকিবের অন্তর্ভুক্তি ঢাকা টেস্টে উজ্জীবিত করবে বাংলাদেশকে।সাতদিনের সেরা