kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

রাতে পিএসজি’র ম্যাচ, ব্যালন ডি’অর নিয়ে মাঠে যাবেন মেসি

অনলাইন ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২১ ১৭:০৩ | পড়া যাবে ১ মিনিটেরাতে পিএসজি’র ম্যাচ, ব্যালন ডি’অর নিয়ে মাঠে যাবেন মেসি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ১৬তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ নিস। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটির জন্য এরই মধ্যে ২২ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পিএসজি। ইনজুরিতে পড়া নেইমার জুনিয়র নেই স্কোয়াডে। স্কোয়াডে রয়েছে সদ্য ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। তবে  গত ম্যাচে ক্লাবটির হয়ে অভিষেক হওয়া সার্জিও রামোস নেই এই ম্যাচের স্কোয়াডে।

কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, আশ্রাফ হাকিমি, মার্কিওনিওস ও ডোনারোমারা রয়েছেন স্কোয়াডে। পিএসজির ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন মেসি। সদ্য জেতা সেই ব্যালন ডি’অর নিয়ে আজ মাঠে আসবেন তিনি। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে রানারআপ হওয়া পিএসজি লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে পিএসজি। অন্যদিকে, নিস তাদের ১৫ ম্যাচের ৮ জিতেছে, ৪টিতে হেরেছে, বাকি ৩টি ম্যাচ করেছে। পয়েন্ট তালিকায় পিএসজি শীর্ষে, নিস তিনে।সাতদিনের সেরা