kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

মরতে বসেছিলেন স্টোকস!

অনলাইন ডেস্ক   

২৯ নভেম্বর, ২০২১ ১৮:২২ | পড়া যাবে ২ মিনিটেমরতে বসেছিলেন স্টোকস!

করোনাকালে জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে মানসিক অবসাদে আক্রান্ত হয়েছিলেন ইংলিশ তারকা অল-রাউন্ডার বেন স্টোকস। যে কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজ খেলেননি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অবশেষে কেটেছে সেই মানসিক অবসাদ। বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার আসন্ন অ্যাশেজ দিয়েই মাঠে ফিরছেন।

বিজ্ঞাপন

অ্যাশেজের প্রস্তুতির মাঝেই ওষুধ খেতে গিয়ে প্রায় মরতেই বসেছিলেন স্টোকস।

ডেইলি মেইলে নিজের কলামে সেই ঘটনা জানিয়েছে স্টোকস লিখেন, 'তখন নিজের কক্ষে একা ছিলাম। ওষুধটা গলায় আটকে গিয়েছিল। যতক্ষণ পর্যন্ত ওষুধটা বের হয়নি, তার আগপর্যন্ত মনে হচ্ছিল আমি শেষ!  পরে গলাতেই সেটা আস্তে আস্তে গলতে শুরু করে। নিশ্বাসই নিতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমার মুখে আগুন লেগেছে। বিস্তারিত ঘটনা বলব না।  শুধু এটুকুই জানিয়ে রাখি যে, গত রবিবার আমার মুখে যত লালা দেখেছি, এমনটা জীবনে আর কখনো দেখিনি। সত্যিই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। '

সেই ট্যাবলেট ঘটনা থেকে বেঁচে আবার অনুশীলনে গিয়ে হাতে বল লেগে চোট পেয়েছেন স্টোকস। ৩০ বছর বয়সী অলরাউন্ডার লিখেছেন, 'অনুশীলনে ফিরতে পেরে ভালো লাগছিল। কিন্তু এরপর আসে ভয়ের মুহূর্ত। আমাদের ব্যাটিং কোচ জোনাথন ট্রটের ছোড়া বল যখন আমার হাতের সামনের দিকে লাগে, ব্যথায় কাতরাচ্ছিলাম। হাত নাড়াতেই পারছিলাম না। আমি তো ভেবেছিলাম হাত বুঝি ভেঙেই গেছে। সৌভাগ্য, ড্রেসিংরুমে ফেরার পর ব্যথা আর এর প্রভাব কমে এসেছে। ফিজিওরাও নিশ্চিত করেছেন যে হাত ভাঙেনি। 'সাতদিনের সেরা