kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

মেসিই জিতবে এবারের ব্যালন ডি’অর: রামোস

অনলাইন ডেস্ক   

২৯ নভেম্বর, ২০২১ ১৬:০২ | পড়া যাবে ১ মিনিটেমেসিই জিতবে এবারের ব্যালন ডি’অর: রামোস

রবিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে সেঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে ফরাসিদের জয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস। আর বাকি গোলটি করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ব্যালন ডি’অর দেওয়ার একদিন আগে এই ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি।

বিজ্ঞাপন

 এই ম্যাচেই দীর্ঘ প্রতীক্ষার পর পিএসজির জার্সি অভিষেক হয় সার্জিও রামোসের।

এবারের ব্যালন ডি’অর কার হাতে যাচ্ছে- ম্যাচ শেষে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রামোস। মেসির চিরশত্রু হিসেবে পরিচিত রামোস ইএসপিএন-কে বলেন, ‘এ বিষয়ে আমি অবশ্যই মেসির পক্ষে দাঁড়িয়েছে। আমি অনেক শুভকামনা জানাই মেসিকে। ’

রামোস আরো বলেন, ‘মেসি পিএসজিতে অনেক ভালো আছে। আমি মনে করি, সে এমন একজন খেলোয়াড় যে সত্যিকারে পার্থক্য গড়ে দিতে পারে। সে একজন অনন্য খেলোয়াড় এবং তাকে দলে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। ’সাতদিনের সেরা