kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

টেস্ট সিরিজ

দিনের শুরুতেই ফিরলেন লিটন

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২১ ১০:২০ | পড়া যাবে ১ মিনিটেদিনের শুরুতেই ফিরলেন লিটন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। সেঞ্চুরি হাঁকানো লিটন দাশ দ্বিতীয় ওভারেই ফিরে যান।

হাসান আলীর বলে এলবির আবেদন উঠলে আম্পায়ার সম্মতি দেননি।

বিজ্ঞাপন

তবে রিভিউ করে ঠিকই লিটনের বিদায় নিশ্চিত করে পাকিস্তান। পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশফিক ৪২৫ বলে ২০৬ রান তোলেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৮৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে বাংলাদেশ

এর আগে লিটন ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জুটিতে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আলোক স্বল্পতায় ৮৫ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক ও লিটন। ২২৫ বলে ১১৩ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন এবং মুশফিক ৮২।সাতদিনের সেরা