kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

ইডেন গার্ডেনে ব্যাটিংয়ে নামল ভারত

অনলাইন ডেস্ক   

২১ নভেম্বর, ২০২১ ১৯:৩৫ | পড়া যাবে ১ মিনিটেইডেন গার্ডেনে ব্যাটিংয়ে নামল ভারত

ছবি : এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে আজ রবিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচেই টসে জিতল ভারত। ইডেনের উইকেটের যা চরিত্র, তাতে আগে ব্যাট করাটাই ভাল। ইতিমধ্যে সিরিজ পকেটে পুড়ে ফেলেছে বারত। তাই ইডেনে শেষ টি-টোয়েন্টিতে পরীক্ষানিরীক্ষার রাস্তায় হেঁটেছেন কোচ রাহুল দ্রাবিড়।

লোকেশ রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের বদলে দলে ঢুকেছেন ইশান কিষাণ এবং যুজবেন্দ্র চাহাল। অন্যদিক নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। টিম সাউদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে দলে ঢুকছেন লকি ফার্গুসন। মিচেল স্যান্টনার অধিনায়কত্ব করবেন।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, টিম সেফার্ট (উইকেটকিপার), অ্যাডাম মিলনে, ইশ সোধি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।সাতদিনের সেরা