kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

পারফর্মেন্স নয়; ওয়ার্নারকে বাদ দেওয়া হয় 'অন্য কারণে'!

অনলাইন ডেস্ক   

১৬ নভেম্বর, ২০২১ ২০:২৭ | পড়া যাবে ২ মিনিটেপারফর্মেন্স নয়; ওয়ার্নারকে বাদ দেওয়া হয় 'অন্য কারণে'!

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন বিশ্বকাপজয়ী ডেভিড ওয়ার্নার। অথচ বিশ্বকাপের ঠিক আগেই আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারানো পাশাপাশি দল থেকে বাদ পড়েছিলেন! টি-টোয়েন্টির অন্যতম সেরা এই ওপেনারকে বাদ দেওয়ার পিছনে অবশ্য ব্যাটিংয়ের খারাপ ফর্ম দায়ী ছিল না। এই তথ্য দিয়েছেন খোদ সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচ ব্র্যাড হ্যাডিন।

সানরাইজার্স হায়দরাবাদ থেকে বাদ পড়া প্রসঙ্গে বিশ্বকাপ ফাইনালের পর ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, 'যে দলটাকে আমি বছরের পর বছর ভালোবেসেছি, বিনা দোষেই আমি সেই দলটা থেকে বাদ পড়ে গিয়েছিলাম। কেড়ে নেওয়া হয়েছিল আমার অধিনায়কত্বও। এ ঘটনাগুলোয় খুব কষ্ট পেলেও আমার কোনো অভিযোগ নেই। আমার ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার ছিল।’

ব্র্যাড হ্যাডিনের কথাতেও যেন ওয়ার্নারের কথার সুরই শোনা গেল। এক সাক্ষাতকারে হ্যাডিন বলেছেন, 'প্রথমেই বলি খারাপ ফর্মের জন্য ওয়ার্নারকে বাদ দেওয়া হয়নি। তার পিছনে অন্য কারণ ছিল। ওয়ার্নারের ফর্ম খারাপ ছিল না। কিন্তু সে অনেক দিন অনুশীলনের বাইরে ছিল। আইপিএলের আগে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যায়নি। পরিস্থিতি এমন হয়েছিল যা আমার বা প্রধান কোচের হাতে ছিল না।'

গত আইপিএলের দ্বিতীয় পর্বে মাত্র ২টি ম্যাচ খেলেন ওয়ার্নার। প্রথম ম্যাচে ০ আর পরের ম্যাচে করেন ২ রান। এরপর আর দলে সুযোগ না পেয়ে তিনি ঘোষণা করেন, হায়দরাবাদের হয়ে আর খেলবেন না। সেই ওয়ার্নার ঝলসে ওঠেন বিশ্বকাপে। হ্যাডিন আরও বলেন, বিশ্বকাপে শুরুর কয়েকটি ম্যাচে রান পায়নি ওয়ার্নার। কিন্তু নক-আউটে সে বিধ্বংসী মেজাজে ধরা দেয়। বিশ্বকাপে ওয়ার্নারের ব্যাটিং দেখে খুব আনন্দ পেয়েছি।'সাতদিনের সেরা