kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

৫ম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন গল্ফ টুর্ণামেন্ট- ২০২১

গল্‌ফ টুর্ণামেন্টের পুরস্কার প্রদান করলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক   

১৪ নভেম্বর, ২০২১ ২০:৪৬ | পড়া যাবে ২ মিনিটেগল্‌ফ টুর্ণামেন্টের পুরস্কার প্রদান করলেন সেনাপ্রধান

আর্মি গল্ফ ক্লাবে চার দিন ব্যাপি “৫ম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন গল্ফ টূর্ণামেন্ট - ২০২১” অনুষ্ঠিত হয়েছে। আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শনিবার (১৩-১১-২০২১) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, মানোয়ার হোসেন, চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর, চেয়ারম্যান টূর্ণামেন্ট কমিটি, কর্নেল এস এম শওকত আলী, অবঃ, প্রধান নির্বাহী অফিসার, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টূর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো - সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্ণামেন্টে ৭২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও রয়েছেন।

টুর্ণামেন্টে মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী অভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার- মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উইনার- মোঃ গিয়াস উদ্দিন, লেডি উইনার- মিসেস ফাতেমা মতিউর এবং জুনিয়র উইনার- মাস্টার শেখ সামির হোসেন পুরস্কার লাভ করেন।সাতদিনের সেরা