kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

কোচ হয়েই দুজনকে বার্সা থেকে তাড়ালেন জাভি

অনলাইন ডেস্ক   

৯ নভেম্বর, ২০২১ ১৮:০৭ | পড়া যাবে ১ মিনিটেকোচ হয়েই দুজনকে বার্সা থেকে তাড়ালেন জাভি

বার্সেলোনার সাবেক তারকা জাভি হার্নান্দেজ কাতালান দলটিতে ফিরেছেন কোচ হয়ে। সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি। দায়িত্ব নিয়েই দলটিকে নতুনভাবে সাজানোর কাজে শুরু করে দিয়েছেন জাভি। দলটিতে থাকা ফিজিও জুয়ানজো ব্রাউ ও ফিজিকাল ট্রেইনার আলবার্ট রোকাকে বার্সার দরকার নেই বলে জানিয়েছেন জাভি।

দলের ইনজুরি সমস্যা সমাধানের জন্যই এই পদক্ষেপ নিলেন জাভি। গত কয়েক মৌসুমে বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে চোট প্রবণতা দেখা দিয়েছে প্রকটভাবে। চলমান এই সমস্যার ফলে খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে দূরত্ব বাড়ছে। চোটগ্রস্ত খেলোয়াড়েরা দলের ফিটনেস কোচদের ওপর দায় চাপাচ্ছেন।

জুয়ানজো ব্রাউ ও আলবার্ট রোকা বার্সায় এসেছিল রোনাল্ড কোম্যানের সঙ্গে। এ দুজনকে বরখাস্ত করে দিয়েছেন বার্সার নতুন কোচ জাভি।

খেলোয়াড়দের চোটের সমস্যা সমাধানে জাভি আবারো বার্সায় ফেরাতে চান জুমি মুনিল ও রিকার্ড প্রুনাকে। মুনিল, প্রুনা আগেও বার্সার ফিজিও হিসেবে কাজ করেছেন। এই দুজনের ব্যাপারে বার্সার স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলামানির সঙ্গে এরই মধ্যে আলোচনা করে ফেলেছেন জাভি।সাতদিনের সেরা