kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

নারী ক্রিকেট বন্ধ থাকায় রশিদদের বিপক্ষে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক   

৬ নভেম্বর, ২০২১ ১০:৫৫ | পড়া যাবে ২ মিনিটেনারী ক্রিকেট বন্ধ থাকায় রশিদদের বিপক্ষে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ স্থগিত করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তালেবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নারী ক্রিকেট  বন্ধ করে দেয়ায় আফগান পুরুষ দলের সাথে এই টেস্ট ম্যাচটি স্থগিত করা হয়েছে। এ মাসের ২৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট হওয়ার কথা ছিল। তবে আফগানিস্তানে পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত টেস্ট খেলবে না বলে জানিয়েছে সিএ।

এক বিবৃতিতে সিএ জানিয়েছে, 'আফগানিস্তানসহ সারা বিশ্বে পুরুষ ও নারী ক্রিকেটের প্রতি সমান দায়বদ্ধ অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই টেস্ট ম্যাচ স্থগিত রাখা উচিত। এই মওসুমে বিগ ব্যাশ লিগে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলবেন।'

প্রথমে এই টেস্ট ম্যাচটি ২০২০ সালের ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯এর কারণে তা পিছিয়ে যায়। কিন্তু এ বছরের আগস্ট মাসে  আফগানিস্তানের ক্ষতমতা দখলে নেয় তালেবানরা। এরপর সেদেশে নারীদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। যা অস্ট্রেলিয়ার পছন্দ হয়নি। তালেবানের এমন সিদ্বান্তে তারা তীব্র বিরোধিতা করে। তালেবানদের সিদ্ধান্তে পরিবর্তন না হলে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই দুবাইতে আইসিসির বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশ আফগানিস্তানের অল-রাউন্ডার মোহাম্মদ নবি। অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলা নবি জানান, ম্যাচটি বাতিল না হওয়ায় তিনি খুশি। নবি বলেন, 'এটি হতাশার, চলতি বছর ম্যাচটি হবে না। তবে আমি খুশি ম্যাচটি শুধু স্থগিত করা হয়েছে, বাতিল হয়নি।'সাতদিনের সেরা