kalerkantho

সোমবার । ২১ অগ্রহায়ণ ১৪২৮। ৬ ডিসেম্বর ২০২১। ১ জমাদিউল আউয়াল ১৪৪৩

বাংলাদেশে কোনো পাওয়ার হিটার নেই : মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২১ ১৫:৩০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশে কোনো পাওয়ার হিটার নেই : মাহমুদউল্লাহ

ছবি : ক্রিকইনফো

টি-টোয়েন্টি ম্যাচ বা সিরিজ বা বৈশ্বিক আসর সামনে এলেই বাংলাদেশ ক্রিকেটে একটা কমন কথা শোনা যায়- 'আমাদের কোনো পাওয়ার হিটার নেই'। বছরের পর বছর এভাবেই চলছে দেশের ক্রিকেট। পাওয়ার হিটার তৈরিতে বিসিবি নূন্যতম কোনো উদ্যোগ নেয়নি। তাই নিয়মিতই বাজেভাবে পরাজয় বরণ করতে হচ্ছে। গতকাল উইন্ডিজের কাছে ব্যাটিং ব্যর্থতায় হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও স্বীকার করলেন এই কথা। 

উইন্ডিজ ম্যাচে ইনজুরি আক্রান্ত নুরুল হাসান সোহানের জায়গায় সুযোগ পান সৌম্য সরকার। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, শামীম হোসেন পাটোয়ারী স্কোয়াডে থাকলেও একাদশে কেন সুযোগ পাচ্ছেন না? জবাবে মাহমুদউল্লাহ বলেন, 'প্রথমে আমি আপনার ভুলটা আগে ভাঙাই। শামীম কোনো স্লগার ব্যাটসম্যান না, সে একজন প্রপার ব্যাটসম্যান। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো পাওয়ার হিটার আছে, রাসেলের মত। শামীম প্রপার ব্যাটার।'

ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছিলেন শামীম। তবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কিছু করে দেখাতে পারেননি। তারপরও তিনি সুযোগ পেয়ে যান বিশ্বকাপ দলে। মাহমুদউল্লাহ বলেন, 'সেট হতে সবারই একটু সময় লাগে, শামীমেরও লাগে, এক-দুই বল। সে সব বল মারতে পারে। ওর গায়ে সেই জোর আছে। কিন্তু সবারই একটা মোমেন্টাম লাগে। আমার মনে হয় আমার মনে হয় ওকে এরকম স্লগার আখ্যা দেয়া ঠিক না।'সাতদিনের সেরা