kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

পাকিস্তান সিরিজও শেষ সাইফউদ্দিনের

দুবাই থেকে প্রতিনিধি   

২৯ অক্টোবর, ২০২১ ০৩:৪৪ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তান সিরিজও শেষ সাইফউদ্দিনের

মাথাচাড়া দেওয়া পিঠের পুরনো চোটে বিশ্বকাপ থেকে মোহাম্মদ সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার খবরও পুরনো। নতুন খবর হলো, দেশের মাটিতে অনুষ্ঠেয় পাকিস্তান সিরিজেও খেলা হচ্ছে না তাঁর। নভেম্বরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে বাবর আজমের দল। এই সফরে তারা দুই টেস্টের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। শুধুই সাদা বলের আন্তর্জাতিক সিরিজ খেলা সাইফ ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজটি মিস করবেন, সেই সময় থাকবেন বিশ্রামে।

দুবাই থেকে গতকালই দেশে ফিরে যাওয়া সাইফউদ্দিনকে আপাতত চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচ দুটি ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে। ৪ ডিসেম্বর থেকে পরের টেস্ট ঢাকায়।সাতদিনের সেরা