kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২১ ২২:১০ | পড়া যাবে ১ মিনিটের‍্যাংকিংয়ে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

ঘরের মাটিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টিটোয়েন্টি র‍্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে প্রথমে স্কটল্যান্ডের বিপক্ষে হার, এরপর শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে ফের পিছিয়েছে বাংলাদেশ।

সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে চলে গেছে আট নম্বরে। বাংলাদেশের সামনে চলে এসেছে আফগানিস্তান।

র‍্যাংকিংয়ে এখন শীর্ষে আছে ইংল্যান্ড। দুই নম্বরে আছে ভারত, তিনে আছে পাকিস্তান, চারে আছে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয় নম্বরে আছে অস্ট্রেলিয়া।

আফগানিস্তান উঠে এসেছে সাত নম্বরে। বাংলাদেশ আছে আট নম্বরে। শ্রীলঙ্কা আছে ৯ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার দশে।সাতদিনের সেরা