kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

এক ধাক্কায় ভারতীয় বোর্ডের আয় বাড়ল ১২ হাজার ৭১৫ কোটি!

অনলাইন ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২১ ১৫:৩৬ | পড়া যাবে ২ মিনিটেএক ধাক্কায় ভারতীয় বোর্ডের আয় বাড়ল ১২ হাজার ৭১৫ কোটি!

এমনিতেই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলো ভারত। দেশটিতে বিপুল জনসংখ্যা ক্রিকেটপ্রেমী হওয়ায় প্রতি বছর হাজার হাজার কোটি রুপির বাণিজ্য হয়। প্রতি মৌসুমের আইপিএলে রুপি ওড়ে। আইপিএলের আগামী আসরে যুক্ত হচ্ছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- আহমেদাবাদ এবং লখনৌ। এর মধ্যে আহমেদাবাদের দলটি ৭০৯০ কোটি রুপিতে কিনেছে আরপিএসজি গ্রুপ। আর লখনৌ দলটির জন্য ৫৬২৫ কোটি রুপি বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল।

দুই দলের বিপুল অর্থ দিয়ে আইপিএলে অন্তর্ভুক্তি নিয়ে একেবারেই অবাক হননি ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। দুই দল মিলে ১২,৬৯০ কোটি রুপি আয় নিয়ে সৌরভ বলেছেন, '২০২২ সালের আইপিএলে দুটি নতুন দলকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। লখনৌ এবং আহমেদাবাদ মতো দুটি নতুন শহরে আইপিএল আয়োজিত হবে। নতুন দুটি যুক্ত হওয়ার জন্য দেশের একাধিক ঘরোয়া ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। এতে তারাও লাভবান হবে।'

সৌরভ আরও বলেন, 'আমরা আসলে অবাক হইনি, আইপিএল একটি বড় ব্র্যান্ড এবং আমরা অত্যন্ত খুশি যে ভারতীয় ক্রিকেট এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক নম্বর এবং দুই নম্বর হওয়ার জন্য সঞ্জীব এবং সিভিসিকে অভিনন্দন। কিন্তু আমরা যদি ভারতীয় ক্রিকেটের দিকে তাকাই, তাহলে এটাই আমাদের কাজ। ভারতীয় ক্রিকেট যত বেশি উন্নতি করবে, ততই ভালো। বিদেশের একাধিক সংস্থা দল কিনতে আগ্রহী হয়েছিল। ফলে বেশ বোঝা যাচ্ছে যে আইপিএল সারা ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে।'সাতদিনের সেরা