kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

রোনালদো বনাম সালাহর মহারণের অপেক্ষা

অনলাইন ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২১ ১১:০৭ | পড়া যাবে ২ মিনিটেরোনালদো বনাম সালাহর মহারণের অপেক্ষা

ক্লাব ফুটবলে আজ এক অবিস্মরণীয় রাত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট দল লিভারপুল আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইপিএলে দুই মহাশক্তির মুখোমুখি হওয়াটা আসলে ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম মোহাম্মদ সালাহর লড়াই। তিন দিন আগে ক্লপই বলেছেন, সালাহ এখন নাকি রোনালদোর চেয়েও এগিয়ে। সি আর সেভেনও নিশ্চয়ই শত্রু শিবিরের সেনাপতির এমন মন্তব্য মাথায় রেখেই রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে নামবেন।

২৪ ঘণ্টা আগে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর  প্রত্যয়ের কিছুটা আন্দাজ পাওয়া গেছে, 'দলে প্রত্যেকের জানা উচিত কাকে কী করতে হবে। আমি যেমন নিজের দায়বদ্ধতা নিয়ে সচেতন। জানি আমাকে গোল করতে হবে। সঙ্গে নিজের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করাটাও দায়িত্ব। দল যাতে ঠিক পথেই এগোয়। প্রত্যেকে যদি দলের জন্য নিজেদের উৎসর্গ করে, তা হলে আমরা আরও ধারালো হয়ে উঠব। সে ক্ষেত্রে যে কোনও দলকেই হারানো সম্ভব।'

রোনালদোর গোলেই ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে তিন পয়েন্ট নিশ্চিত করেছে। যা দেখে মুগ্ধ ক্লপ, 'ক্রিশ্চিয়ানোর ডান পা ছুরির মতো। গতিও অবিশ্বাস্য। কে না জানে, শূন্যে ক্রিশ্চিয়ানো ভয়ঙ্কর। তবে রবিবারের ম্যাচে আমরা আন্ডারডগ নই। আমাদেরও সালাহ মতো ফুটবলার আছে। যার বাঁ পা সম্ভবত ক্রিশ্চিয়ানোর থেকেও ভালো চলে। পিছিয়ে নেই গতিতেও। রোনালদোর মতোই গোলক্ষুধা আছে। তাই ম্যাচটাকে সমানে-সমানে লড়াই ছাড়া অন্য কিছু ভাবছি না।'সাতদিনের সেরা