kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

বিয়ের ২১ মাস পর জামাল ভূঁইয়ার গায়ে হলুদ

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২১ ১৫:০৮ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের ২১ মাস পর জামাল ভূঁইয়ার গায়ে হলুদ

ব্যক্তিগত জীবনকে সবসময় মিডিয়ার বাইরে রাখতেই পছন্দ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবারও তাই হলো। অনেকটা ঘরোয়া আয়োজনেই গায়ে হলুদ হয়ে গেল বাংলাদেশ অধিনায়কের। কিন্তু সেটা বিয়ের ২১ মাস পর! গত বছরের ৬ জানুয়ারি তাতিয়ানা আলীর সঙ্গে আকদ সম্পন্ন হয়েছিল জামালের। এবার তাকে ঘরে নেওয়ার পালা। 

জামালের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ডেনমার্কে জামালের হলুদের অনুষ্ঠান হয়েছে। আগামী রবিবার কনের জার্মানির বাসায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জামাল তার জীবনসঙ্গী তাতিয়ানাকে ঘরে আনবেন। এরপর দুজনেরই বাংলাদেশে ফেরার কথা রয়েছে। আগামী জানুয়ারিতে নবদম্পতির বিবাহত্তোর সংবধর্না হতে পারে ঢাকায় কিংবা কিশোরগঞ্জে। 

সাফ চ্যাম্পিনশিপে ব্যর্থতার পর কিছুদিন ছুটিতে আছেন জাতীয় দলের ফুটবলাররা। এই ফাঁকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার। আগামী নভেম্বরের শুরুতে চার জাতি টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। আবারও শুরু হবে আন্তর্জাতিক ব্যস্ততা। সোশ্যাল সাইটে সবাই অধিনায়কের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।সাতদিনের সেরা