kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড়কে যোগ্যতম বললেন শাস্ত্রী

অনলাইন ডেস্ক   

১৮ অক্টোবর, ২০২১ ১৮:৩৩ | পড়া যাবে ২ মিনিটেপরবর্তী কোচ হিসেবে দ্রাবিড়কে যোগ্যতম বললেন শাস্ত্রী

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচের পদ ছাড়ছেন রবি শাস্ত্রী। চলমান বিশ্বকাপ শেষে শাস্ত্রীর জায়গায় ভারতের কোচ হতে চলেছেন দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবার জন্য কোচ হিসেবে দ্রাবিড় যোগ্যতম ব্যক্তিদের মধ্যে একজন বলে মনে করছেন শাস্ত্রী।।

বিশ্বকাপ খেলতে ভারতীয় দলের সঙ্গে  বর্তমানে দুবাইয়ে থাকা শাস্ত্রী সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, 'আমি শুনেছি, রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ হয়ে আসছে। দ্রাবিড়ের চেয়ে সেরা পছন্দ আর কেউ হতে পারে না। ভারতীয় ক্রিকেটে তার অবদানের কথা ভাবলে টুপি খোলা স্যালুট জানাতে ইচ্ছা করে। কোচ হিসেবেও জুনিয়রদের নিয়ে দারুণ কাজ করেছে। আমার মনে কোনো সন্দেহই নেই যে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড়ই হচ্ছে যোগ্যতম ব্যক্তি।'

২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত ভারতের কোচ ছিলেন শাস্ত্রী। মাঝে এক বছর শাস্ত্রীর জায়গায় কোচ হয়েছিলেন অনিল কুম্বলে। ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে কোচের পদ থেকে পদত্যাগ করেন কুম্বলে। এরপর আবারো জাতীয় দলের প্রধান কোচ হন শাস্ত্রী। জাতীয় দলের কোচ থাকাকালীন ভারতীয় যুব ক্রিকেটের দায়িত্বে থাকা দ্রাবিড়ের সাথে তিনি নিয়মিত কথা বলেছেন। নতুন খেলোয়াড় তৈরিতেই কাজ করতেন দ্রাবিড়। সেই খোঁজ-খবর রাখতেন শাস্ত্রী।

করোনার কারণে একটি সিরিজ খেলতে দীর্ঘদিন জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের। এতে পরিবারকে সময় দেয়া যায় না। তাই পরিবারের কথা চিন্তা করেই কোচিং থেকে সড়ে যাচ্ছেন শাস্ত্রী। তিনি বলেন, 'আমার মায়ের বয়স হয়েছে। কে দেখাশোনা করবে? মেয়ে বড় হচ্ছে। সময় দিতে পারি না। কোভিডের সময়ে কোচিং চালিয়ে যেতে চাইলে এখন আবার আট মাস বলয়ের মধ্যে আটকে থাকতে হবে। সিরিজ শেষেও বাড়ি যাবার উপায় নেই। এই বয়সে কী ভাবে সম্ভব।'সাতদিনের সেরা