kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

বার্সায় পেদ্রির রিলিজ ক্লজ এক বিলিয়ন ইউরো

অনলাইন ডেস্ক   

১৫ অক্টোবর, ২০২১ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেবার্সায় পেদ্রির রিলিজ ক্লজ এক বিলিয়ন ইউরো

ফুটবলের ভবিষ্যৎ সুপারস্টার ভাবা হচ্ছে তাঁকে। এই ভাবনা যে অমূলক নয়, তা মাঠের নৈপুণ্যেই প্রমাণ করছেন পেদ্রি। এমন একজনকে কেন হারাতে চাইবে বার্সেলোনা? সেই শঙ্কা থেকেই কিনা পেদ্রির সঙ্গে চুক্তি নবায়নে জুড়ে দেওয়া হয়েছে এক বিলিয়ন ইউরোর রিলিজ ক্লুজ। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকবেন এই মিডফিল্ডার।

কয়েকদিন ধরেই পেদ্রির আকাশ-সম রিলিজ ক্লজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুঞ্জন চলছিল। এবার তা সত্যি হলো। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে পেদ্রির চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে বার্সা।

স্প্যানিশ ক্লাব লাস পালমাস থেকে গত মৌসুমে বার্সেলোনায় পাড়ি জমান পেদ্রি। কাতালানদের হয়ে মাঠে নেমেই দুর্দান্ত খেলা উপহার দেন স্প্যানিশ এ ফরোয়ার্ড। একই মৌসুমে ক্লাবের পাশাপাশি দেশের হয়ে অলিম্পিক ও উয়েফা ইউরো কাপে ৭৩টি ম্যাচ খেলেন তিনি। ইউরোপে এক মৌসুমে এত ম্যাচ আগে কেউ খেলেনি।  

তাছাড়া উয়েফা ইউরোতে স্পেনের হয়ে দুর্দান্ত খেলে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের মুকুট পরেন পেদ্রি। টোকিও অলিম্পিকের ফাইনালে দলকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন তিনি।সাতদিনের সেরা