kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

বেঙ্গালুরুর জন্য ১২০ ভাগ উজাড় করে দিয়েছি: কোহলি

অনলাইন ডেস্ক   

১২ অক্টোবর, ২০২১ ১০:১৪ | পড়া যাবে ২ মিনিটেবেঙ্গালুরুর জন্য ১২০ ভাগ উজাড় করে দিয়েছি: কোহলি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জন্য ১০০ ভাগের চেয়েও অধিক উজাড় করে দেওয়ার দাবি করেছেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর পক্ষে অধিনায়কত্বের শেষ ম্যাচে তিনি বলেন, প্রতি মৌসুমেই আরসিবির জন্য ১২০ শতাংশ উজাড় করে দিয়েছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার অধীনে আরসিবি খেলেছে মোট ১৪০টি ম্যাচ। যেখানে জয় এসেছে ৬৪টি ম্যাচে। হেরেছে ৭০ ম্যাচ, বাকি চারটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। আইপিএল শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি কোহলির।

আরসিবির অধিনায়কত্ব ছাড়লেও দলটির পক্ষেই খেলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘আমি নিজের সেরাটা দিয়ে এখানে এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করেছি, যেখানে তরুণ ক্রিকেটাররা এসে আত্মবিশ্বাসের সাথে ভালো খেলতে পারে। শুধু এখানে না, ভারতীয় দলেও এই প্রথা গড়ে তোলার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি এটুকু বলতে পারি যে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছি। আমি জানি না যে সেটিকে কীভাবে নেওয়া হয়েছে, তবে আমি প্রতিবছরই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ১২০ শতাংশ উজাড় করে দিয়েছি। এখন থেকে একজন সাধারণ খেলোয়াড় ও ফিল্ডার হিসেবেও নিজেকে উজাড় করে দিয়ে খেলব। আগামী তিন বছর হলো আবার ফ্র্যাঞ্চাইজিটিকে গুছিয়ে নেওয়ার সময়।’সাতদিনের সেরা