kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

অবশেষে মেসির গোল, ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত জয় পিএসজির

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০৩:১১ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে মেসির গোল, ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত জয় পিএসজির

উয়েফা চ্যাম্পিয়নস লিগের 'এ' গ্রুপের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে ফরাসি জায়ান্টরা জিতেছে ২-০ গোলে।

ইংলিশ লিগের চ্যাম্পিয়ন দল ম্যানসিটির বিপক্ষেই পিএসজির হয়ে গোলের খাতা খুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ৭৪তম মিনিটে এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দুর্দান্ত এক গোল করেন মেসি।

এর আগে ম্যাচের সপ্তম মিনিটে ইদ্রিসি গানা গুইয়ের গোলে ১-০ তে এগিয়ে গিয়েছিল। ইনজুরির কারণে দুই ম্যাচে খেলতে না পারা মেসি এই ম্যাচে জ্বলে উঠেন। দুর্দান্ত খেলেছেন নেইমার-এমবাপ্পেও।

এই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েও পিএসজির জালে বল পাঠাতে পারেনি পেপ গার্দিওয়ালার শিষ্যরা। পিএসজির গোলপোস্টে লেগেও ফিরে এসেছে ম্যানসিটির শট। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।সাতদিনের সেরা