kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

ম্যানসিটির বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করল পিএসজি

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:১৮ | পড়া যাবে ১ মিনিটেম্যানসিটির বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করল পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটিকে গুরু শিষ্যের লড়াইও বলা যায়। এই ম্যাচে লিওনেল মেসি খেলবেন তার সাবেক গুরু পেপ গার্দিওয়ালার দলের বিপক্ষে। সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ফরাসি দলটি।

পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য ঘোষিত ২২ সদস্যের স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বাঁ হাঁটুর ইনজুরি থেকে সেড়ে উঠেছেন তিনি।

লিগ ওয়ানে লিওঁয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে চোট পেয়ে দুই ম্যাচ স্কোয়াডের বাইরে ছিলেন মেসি। স্কোয়াডে মেসি ফিরলেও নেই সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের নাম। ইনজুরির কারণে এখনো পিএসজিতে অভিষেক হয়নি তার।সাতদিনের সেরা