kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ইনজামাম

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৩:১২ | পড়া যাবে ১ মিনিটেহার্ট অ্যাটাক করে হাসপাতালে ইনজামাম

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সন্ধ্যায় তার এনজিওপ্লাস্টি করা হয়েছে। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইনজামামের ম্যানেজার জানান, ইনজামামের হৃদযন্ত্রে একটি স্ট্যান্ট বসানো হয়েছে। সম্প্রতি তিনি বুকে অস্বস্তিবোধের কথা জানান। তারপরই স্বাস্থ্য পরীক্ষায় তার হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং একটি এনজিওপ্লাস্টি করানো হয়েছে।

ইনজামাম পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৯১ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা এই ব্যাটসম্যান ৩৭৮টি ওয়ানডে, ১২০টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ২০০ ইনিংসে ৮৮৩০ ও ওয়ানডেতে ৩৫০ ইনিংসে ১১৭৩৯ রান করেছেন ইনজি।

সূত্র: ইএসপিএনসাতদিনের সেরা