kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

স্যার ফার্গুসনের চোখে রোনালদো যেন সম্রাট জুলিয়াস সিজার!

অনলাইন ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২৮ | পড়া যাবে ২ মিনিটেস্যার ফার্গুসনের চোখে রোনালদো যেন সম্রাট জুলিয়াস সিজার!

১২ বছর পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের খবরটা এখন পুরনো। ইতোমধ্যেই রেড ডেভিলসদের হয়ে চারটি গোলও করে ফেলেছেন তিনি। ফুটবলবিশ্ব জেনে গেছে যে, রোনালদোর প্রত্যাবর্তনে তার ফুটবল গুরু স্যার অ্যালেক্স ফার্গুসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে বর্ষীয়ান ফার্গুসন এতদিন কিছুই বলেননি। এবার প্রিয় শিষ্যের ইউনাইটেডে ফেরা নিয়ে মন্তব্য করলেন কিংবদন্তি এই কোচ।

রোনালদোর ইউনাইটেডে ফেরার সঙ্গে জুলিয়াস সিজারের যুদ্ধ জয় করে রোমে ফেরার তুলনা করে ক্লাবের অফিসিয়াল পডকাস্টে ফার্গুসন বলেন, 'এক কথায় দারুণ। ওই শনিবার পুরো ঘটনাটা যেন অনেকটা সিজারের যুদ্ধ জয় করে রোমার ফেরার মতো। এলাম, দেখলাম, জয় করলাম- টাইপের। ওই দিন যে কত লোক মাঠের বাইরে দাঁড়িয়ে ছিল, তার কোনো হিসাব নেই। ম্যাচে কোটি কোটি সমর্থকের বসার জায়গা থাকলে ওইদিন সবটাই পূর্ণ হয়ে যেত।'

অতীতের স্মৃতি স্মরণ করে ফার্গুসন আরও বলেন, 'ক্রিশ্চিয়ানো সেরা হওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। আমার মনে আছে, এক শনিবার আর্সেনালের বিপক্ষে আমাদের ম্যাচ ছিল। সেদিন ক্যারিংটনে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে যে আলাদাভাবে অধিক অনুশীলন করত তা সবাই জানে। আমি ওকে ওই পরিস্থিতিতে ভেজা মাঠে চোট লাগার ভয়ে অনুশীলন বন্ধ করতে বলি। তবে অফিসে এসে আমি জানলা দিয়ে দেখি সে মাঠের পরিবর্তে অ্যাস্ট্রোটার্ফে অনুশীলন করছে। আমার আর কিছু বলার ছিল না।'সাতদিনের সেরা