kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

৪ বার গ্রুপ পর্ব থেকে বাদ; এবার ফাইনাল খেলতে চান জামাল

অনলাইন ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৫ | পড়া যাবে ২ মিনিটে৪ বার গ্রুপ পর্ব থেকে বাদ; এবার ফাইনাল খেলতে চান জামাল

বাংলাদেশের ফুটবলের যে কতটা অবনতি হয়েছে, তার প্রমাণ সাফ ফুটবলে দলের পারফর্মেন্স। গত চার আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। আগামী ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর বাংলাদেশ যথাক্রমে খেলবে ভারত, মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে। আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়ার আগে আজ সংবাদ সম্মেলনে আশার বাণী শোনালেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

১৬ অক্টোবরের ফাইনালকে টার্গেট করে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'শেষ কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে চায়। আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং আশা করি, এই টুর্নামেন্ট থেকে কিছু সাফল্য নিয়ে আসতে পারব। প্রথম ম্যাচ যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে, তাই তারাই আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলে ভালো শুরু হবে। ভারত ফেবারিট। তাদের সঙ্গে না হারলেই ভালো।'

সাফ উপলক্ষে সদ্যই অস্কার ব্রুজোনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। এখন পর্যন্ত মাত্র তিন দিন অনুশীলন করিয়েছেন তিনি।জামাল আরও বলেন, 'কোচ শুরুর দিনেই পরিষ্কার করে দিয়েছেন, আমরা কীভাবে খেলব বা কীভাবে খেলতে চাই। প্লেয়ারদের কাছ থেকে কী চান, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। এটা আসলেই গুরুত্বপূর্ণ। অস্কারের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। তিনি যে কৌশলে খেলান, লিগে অনেকেই সেভাবে খেলেছে। তাই মনে করি, কোনো সমস্যা হবে না।'সাতদিনের সেরা