kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

পাকিস্তানে মাতামাতি হতেই পারে; কিন্তু খেলা হবে বিশ্বকাপে : নিউজিল্যান্ড কোচ

অনলাইন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৭ | পড়া যাবে ২ মিনিটেপাকিস্তানে মাতামাতি হতেই পারে; কিন্তু খেলা হবে বিশ্বকাপে : নিউজিল্যান্ড কোচ

নিউজিল্যান্ড সফর বাতিলের পর পাকিস্তানের পক্ষ থেকে অনেক হুমকি-ধমকি ভেসে আসছে। কদিন পর বিশ্বকাপে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচে কিউইদের হারিয়ে 'প্রতিশোধ' নেওয়ার ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। পিসিবিপ্রধান রমিজ রাজা নিজেই বলেছেন, এ দুই দলের বিপক্ষে ম্যাচে নিজেদের হতাশা উগড়ে দিতে। এমতাবস্থায় পাল্টা বিবৃতি শোনা গেল নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের মুখে। সেই সঙ্গে তিনি বলেছেন, সফর নিয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার তাদের ছিল না।

নিউজিল্যান্ড কোচ বলেছেন, 'পাকিস্তানে সবাই এটা নিয়ে মাতামাতি করবে এটাই স্বাভাবিক। তবে আমাদের জন্য তাদের বিপক্ষে ওই ম্যাচটা (বিশ্বকাপের) আর দশটা ম্যাচের মতোই হবে। যে কটা ম্যাচ খেলব, সবগুলোতেই লড়াই করতে হবে। টুর্নামেন্টের শুরুতে খেলতে হবে ভারত-পাকিস্তান বিপক্ষে। বিশ্বকাপের আগে তারাও খুব বেশি ম্যাচ খেলবে না। আসলে নির্দিষ্ট দিনেই আপনাকে ভালো করতে হবে। আফগানিস্তানের কয়েকজন রহস্য স্পিনার আছে। অন্য যে দুটি দল আসবে, তাদের একটা খুব সম্ভবত বাংলাদেশ। এশিয়ার কন্ডিশনে তারাও কঠিন হবে।'

পাকিস্তান সফর বাতিলের পেছনে নিউজিল্যান্ড দলের কোনো ভূমিকা ছিল না বলে জানান স্টিড, 'এ সিদ্ধান্তটা আমাদের আওতার বাইরেই ছিল। দুবাইয়ে যারা আছে, তারা এখন প্রস্তুত হচ্ছে (বিশ্বকাপের জন্য)। আইপিএলেও খেলার সুযোগ পাচ্ছে। দলের প্রস্তুতিতেও এটা সহায়তা করবে। পাকিস্তানের সঙ্গে যা ঘটেছে, সেটা অবশ্যই হতাশার। খেলোয়াড়েরা এতে বিচলিতও। পাকিস্তান ক্রিকেট ও তাদের সমর্থকদের জন্য আমাদের খারাপ লাগছে। আমার মনে হয়, এখন তারা ঠিক আছে।'সাতদিনের সেরা