kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

আমি কিছুই করিনি; অকারণে লাল কার্ড দেখিয়েছে : কোম্যান

অনলাইন ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটেআমি কিছুই করিনি; অকারণে লাল কার্ড দেখিয়েছে : কোম্যান

ছবি : এএফপি

সময়টা খুব খারাপ যাচ্ছে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। মেসি চলে যাওয়ার পর মাঠে তার দলের পারফম্যান্স খুব খারাপ। এর মাঝেই গতকাল বৃহস্পতিবার রাতে কাদিসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের শেষ সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদের জেরে তাকে লাল কার্ড দেখানো হয়।

ম্যাচের নানা সময়ে ডাগ আউটে থাকা কোম্যানকে রেগে আগুন হতে দেখা গেছে। ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংকে। যদিও ওই কার্ড নিয়ে প্রশ্নের অবকাশ আছে। এই ড্রয়ের পর ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে বার্সেলোনা। 

ম্যাচ শেষে কোম্যান দাবি করেন, তিনি এমন কিছু করেননি যাতে লাল কার্ড দেখতে হবে। বার্সা কোচের ভাষায়, 'আমি স্রেফ ফোর্থ অফিসিয়ালকে বলেছিলাম যে মাঠে তখন দুটি বল। এই দেশে কোনো কারণ ছাড়াই মাঠ থেকে বের করে দেওয়া হয়। আমি তো রেফারির সঙ্গে শান্ত হয়েই কথা বলছিলাম। যাহোক, বাদ দিন, এটা আমার সমস্যা নয়।'সাতদিনের সেরা