kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

৬০ বছর বয়সে পেশাদার ফুটবল খেললেন সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট!

অনলাইন ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৮ | পড়া যাবে ২ মিনিটে৬০ বছর বয়সে পেশাদার ফুটবল খেললেন সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট!

কনকাকাফ লিগের একটি ম্যাচে খেলতে মাঠে নেমে রেকর্ড গড়েছেন সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট রনি ব্রান্সভিক। রাজনৈতিক দায়িত্ব থেকে কিছু সময়ের জন্য  মুক্তি পাবার আশায় ৬০ বছর বয়সে আন্তর্জাতিক ক্লাব পর্যায়ের ম্যাচ খেলতে তিনি মাঠে নেমেছিলেন। গত মঙ্গলবার লিগে হন্ডুরাসের ক্লাব সিটি অলিম্পিয়র বিপক্ষে মাঠে ইন্টার মোয়েনগোটাপের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন ব্রান্সভিক। এই ক্লাবের মালিকও তিনি।

ম্যাচটিতে ব্রান্সভিক সর্বমোট ৫৪ মিনিট মাঠে ছিলেন। তবে তার দল হেরেছে। হন্ডুরাসের ক্লাবটি জয় পেয়েছে ৬-০ গোলে। তাদের শেষ ১৬ নিশ্চিত হয়ে গেছে। ১৯৬১ সালে জন্মগ্রহন করা বান্সভিক ৬১ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ফরোয়ার্ড পজিশনেই তিনি  খেলেছেন। ব্রান্সভিকের সাথে তার ছেলে ডামিয়ানও কাল মাঠে নেমেছিলেন। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি এজেলদিন বাহাদেরের। ৭৫ বছর বয়সী এই মিশরীয় পেশায় ছিলেন স্থপতি।

২০২০ সালের মার্চে বাহাদের পেশাদার ফুটবলার হতে না পারার আক্ষেপ ভুলেছেন। মিশরের তৃতীয় বিভাগে সিক্স অক্টোবর দলের হয়ে নেমে গোলও করেছিলেন এই স্ট্রাইকার। পরে অক্টোবরে নিজের ৭৫তম জন্মদিনের এক মাস আগে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গিনেস বুকে নামও লিখিয়েছেন। বাহাদেরের সে ঘটনা রেকর্ড হলেও সেটি ছিল তৃতীয় স্তরের ফুটবল। কিন্তু গতকাল ইন্টার মোয়েনগোটাপে ও অলিম্পিয়ার ম্যাচটি ছিল মহাদেশীয় প্রতিযোগিতায়। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ১০০ ডলার করে উপহারও দিয়েছেন ব্রান্সভিক।সাতদিনের সেরা