kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

আজকের ম্যাচে খেলবেন না মেসি, জানিয়ে দিল পিএসজি

অনলাইন ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৫ | পড়া যাবে ১ মিনিটে



আজকের ম্যাচে খেলবেন না মেসি, জানিয়ে দিল পিএসজি

লিগ ওয়ানে নিজেদের মাঠে ম্যাচে লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেওয়ায় ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছিলেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মাউরিসিও পচেত্তিনো। পরে পিএসজি কোচ জানান, চোট থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। আর্জেন্টাইন কোচের আশঙ্কাই সত্যি হলো। বাঁ হাঁটুতে ব্যথা নিয়ে মেৎজের বিপক্ষে বুধবার রাতের ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

লিগ ওয়ানে রবিবার রাতে লিওঁর বিপক্ষে পিএসজির হয়ে ঘরের মাঠে অভিষেক হয় মেসির। ম্যাচের ৭৬তম মিনিটে মেসিকে তুলে নিয়ে আশরাফ হাকিমিকে নামান পচেত্তিনো। এর আগে মাঠেই কয়েকবার হাঁটুতে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

বুধবার দিবাগত রাত ১টায় মেৎজের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। ম্যাচের আগের দিন (মঙ্গলবার) পিএসজি জানিয়েছে, মেসির হাঁটুতে ছোটখাটো ইনজুরি ধরা পড়েছে। এজন্য মেৎজের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

এদিন সকালে এমআরআই স্ক্যানে মেসির বাঁ হাঁটুর হাড়ে কালশিটে দেখা গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি পরীক্ষা হবে আর্জেন্টাইন তারকার। আপাতত এক ম্যাচ দর্শক হয়ে থাকতে হচ্ছে মেসিকে।

সূত্র:  মার্কা



সাতদিনের সেরা