kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

আবাহনীর হকি কমিটির চেয়ারম্যান হলেন নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটেআবাহনীর হকি কমিটির চেয়ারম্যান হলেন নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে আবাহনী পরিচালনা পর্ষদ ২০২০-২০২১ মৌসুমের জন্য আবাহনীর হকি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নসরুল হামিদ জাতীয় পর্যায়ের একজন হকি খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় যুব হকি দলের হয়ে দু'বার জাতীয় যুব হকি লীগে অংশ নিয়েছেন। সাধারণ বীমা ক্লাবের হয়ে তিনি প্রথম বিভাগে হকি খেলেছেন। বর্তমানে তিনি আবাহনী লিমিটেডের একজন পরিচালক।

আবহনী লিমিটেড প্রত্যাশা করে যে, নসরুল হামিদ একজন ক্রীড়ামোদী সংগঠক হিসেবে একটি শক্তিশালী হকি দল গঠন করে আবাহনীর সাফল্যের ধারা অব্যাহত রাখবে।সাতদিনের সেরা