kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

নজর কাড়ার জন্যই ‘কোচ’ হয়ে যান রোনালদো: রিও ফার্ডিনান্ড

অনলাইন ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৫ | পড়া যাবে ২ মিনিটেনজর কাড়ার জন্যই ‘কোচ’ হয়ে যান রোনালদো: রিও ফার্ডিনান্ড

নিজ দলকে নির্দেশনা দিতে অনেক সময় ডাকআউট থেকে কোচের কাছে চলে যান পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৬ সালের ইউরোর ফাইনালেও এমনটা দেখা গিয়েছিল। কয়েকদিন আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচের ৭০ মিনিট খেলেই নেমে যান রোনালদো। ম্যাচের বাকি সময়ে মাঝে মাঝে রোনালদোকে ম্যানইউয়ের কোচ ওলে গানার সুলশারের কাছে দেখা গেছে। তবে রোনালদোর সাবেক ম্যানইউ সতীর্থ রিও ফার্ডিনান্ড বিষয়টিকে ভালভাবে নেননি।

ফার্ডিনান্ড বলেন, ‘সত্যি বলছি, আমি কোচ হলে তাকে (রোনালদোকে) তার আসনে গিয়ে বসতে বলতাম। এসব ক্ষেত্রে মানুষ ক্রিস্টিয়ানোকে আরও বাহবাই দেবে। সে এটা সমর্থকদের নজর কাড়ার জন্য করে। মানুষ যেন বলে যে, ক্লাবের প্রতি তার আবেগ কতটা বেশি। সে জিততে চায়। সে আসলে জিততে মরিয়া।’

ফান্ডিনান্ডের এসব কথার জবাব জিয়েছেন ম্যানইউ কোচ সুলশার। তিনি বলেন, ‘রিও মাঝেমধ্যেই এমন সব বিষয়ে এমন সব বিষয়ে মন্তব্য করে, যে বিষয়ে সে কিছু জানেই না। আরও একবার এ কাজটাই করল সে। নেমানিয়া মাতিচকে ফাউল করার পর (ইয়াং বয়েজের) মার্তিনস পেরেইরার হলুদ কার্ড দেখা উচিৎ ছিল। আর ব্রুনো (ফার্নান্দেজ) এবং ক্রিস্টিয়ানোর দুজনেই যেহেতু প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়, তারা বিষয়টি নিয়ে চিৎকার করল। আমিও হঠাৎ করেই আবিষ্কার করলাম দুজন আমার ঘাড়ের কাছে।’

সুলশার আরো বলেন, ‘তারা দুজন ওখানে অল্প সময়ের জন্যই ছিল। রেফারির দৃষ্টি আকর্ষণের জন্য চিৎকার করছিল। আমাদের বিপক্ষে যাওয়া কিছু বাজে সিদ্ধান্তের কারণেও তাদের এমন চিল্লাচিল্লি। এরপর তো ক্রিস্টিয়ানো বসেই পড়েছে। বসে পড়েছে ব্রুনোও।’সাতদিনের সেরা