kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

পাঠকদের মন্তব্য

'জঙ্গি তৈরির কারখানায় মৃত্যুভয় নিয়ে ক্রিকেট খেলতে হবে কেন?'

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৬ | পড়া যাবে ৩ মিনিটে'জঙ্গি তৈরির কারখানায় মৃত্যুভয় নিয়ে ক্রিকেট খেলতে হবে কেন?'

হোম সিরিজগুলোর জন্য পাকিস্তান সরকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়, তা সাধারণ মানুষের পিলে চমকে দিতে যথেষ্ট। ছবি : এএফপি

ক্রিকেটবিশ্বে গত ২৪ ঘণ্টার সবচেয়ে বড় খবর হলো নিউজিল্যন্ড দলের পাকিস্তান সফর বাতিল করা। ম্যাচ শুরুর কিছু সময় আগে নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করা নিয়ে সোশ্যাল সাইটে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ এর পক্ষে আবার কেউ বিপক্ষে মত দিচ্ছেন। কিউইদের সফর বাতিলের পর অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডও পাকিস্তান সফরে যাওয়া নিয়ে দ্বিতীয়বার ভাবছে। বলতে গেলে ফের সেই অন্ধকারে তলিয়ে গেছে পাকিস্তানের ক্রিকেট! 

পাঠকদের অনেকে এতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আবার অনেকে বলছেন, মৃত্যুঝুঁকি নিয়ে অন্য দেশে গিয়ে ক্রিকেট খেলতে হবে কেন? হোম সিরিজগুলোর জন্য পাকিস্তান সরকার যে ধরনের নিরাপত্তাব্যবস্থা নেয়, তা সাধারণ মানুষের পিলে চমকে দিতে যথেষ্ট। স্পেশাল ফোর্স থেকে শুরু করে সেনাবাহিনীর সাঁজোয়া যান পর্যন্ত রাস্তায় টহল দেয়। মনে হয় কোনো যুদ্ধ লেগে গেছে। খেলা যদি নির্মল বিনোদন হয়, তাহলে এমন যুদ্ধাবস্থার মাঝে সেটা আর বিনোদনের পর্যায়ে থাকে না। 

যেমন সাইমন নামের একজন লিখেছেন, 'শুধু ইংল্যান্ড, নিউজিল্যান্ড নয়, আইসিসির সব সদস্য রাষ্ট্রের উচিত পাকিস্তানের সাথে চিরতরে ক্রিকেট খেলা স্থগিত করা। যতদিন না পাকিস্তান জঙ্গিমুক্ত না হবে। পাকিস্তানে না খেললে ক্রিকেটের কোনো ক্ষতি হবে না।' জুলিয়াস সিজার লিখেছেন, 'কোনো দেশেরই পাকিস্তান সফর করা উচিত না।' সাখাওয়াত হোসেন অবশ্য লিখেছেন যে, 'সবই আইপিএলের কেরামতি'। রোমান নামের একজন লিখেছেন, 'জঙ্গি তৈরির কারখানায় মৃত্যুভয় নিয়ে ক্রিকেট খেলতে হবে কেন?' 

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ধর্মীয় জঙ্গিবাদের মদদ দানের অভিযোগ পুরনো। তালেবান, আল-কায়েদা, আইএসসহ নৃশংস সব জঙ্গি সংগঠনকে পাকিস্তান প্রত্যক্ষভাবে সহায়তা করে। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরও এই নীতির তেমন কোনো পরিবর্তন হয়নি। আবির চৌধুরী তাই হয়তো লিখেছেন, 'পাকিস্তানের মাটিতে কেউ গিয়ে খেলতে সাহস করে না।' মোশাররফ হোসেন আবার লিখেছেন, 'কাপুরোষচিত আচরণ করল নিউজিল্যান্ড।' 

রানা লিখেছেন, 'নিউজিল্যান্ড ক্রিকেট দল অনেক ভদ্র। এখানে তাদের কোনো দোষ নাই। কারণ পাকিস্তানে যেকোনো সময়েই জঙ্গি হামলা হয়। আর পাকিস্তান যে সিকিউরিটি দিচ্ছে তা কি আহামরি কিছু ছিল? প্লেয়ারদেরও জীবনের দাম আছে। আর নিউজিল্যান্ড তাদের সিকিউরিটির কোনো একটা ফাঁক পেয়েই সিরিজ বাতিল করেছে, এটা শিওর।' সুমন লিখেছেন, 'জঙ্গির চাষ করলে এমনই হবে। কেউ কি নিজের ইচ্ছায় মরতে যেতে চায়?'সাতদিনের সেরা