kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

মেসির চলে যাওয়ায় হতাশ নন আগুয়েরো

অনলাইন ডেস্ক   

১১ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪৭ | পড়া যাবে ২ মিনিটেমেসির চলে যাওয়ায় হতাশ নন আগুয়েরো

দুজনে জাতীয় দলে খেলে আসছেন অনেকদিন ধরে। সোর্হিও আগুয়েরোর স্বপ্ন ছিল, তার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলবেন। কিন্তু বাস্তবে সেটা আর হচ্ছে না। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। সেজন্য অবশ্য তেমন কোনো খারাপ লাগা নেই আগুয়েরোর। তাছাড়া তিনি বলেছেন, বার্সেলোনায় মেসির থাকা না থাকার সঙ্গে তার চুক্তির কোনো সম্পর্ক নেই।

গত জুলাইয়ে ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ শেষ করে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। স্প্যানিশ রেডিও আরএসি-১ কে এক সাক্ষাতকারে তিনি বলেছেন, 'কোনো সন্দেহ নেই যে, সুযোগ পেলে আবারও আমি বার্সাতেই যোগ দিব। কেবল ক্লাবটির নামের কারণেই এখানে আসতে অনেকে অর্থ ছাড় দিতে প্রস্তুত। যখন আমরা বার্সার সঙ্গে কথা বলি, তখনই তাদের অর্থিক অবস্থা সম্পর্কে জানতাম। তবে আমি আমার এজেন্টকে বলেছিলাম, অর্থ সমস্যা নয়। শুধু চেয়েছিলাম বার্সায় যোগ দিতে।'

মেসিকে না পাওয়া প্রসঙ্গে আগুয়েরো বলেছেন, 'কোপা আমেরিকার সময় মেসিকে আমাকে বলেছিল, "মনে হচ্ছে চুক্তি প্রায় পাকা"।কিন্তু যখন আমরা ফিরলাম তখন সে আমাকে বলল, তারা এখনও চুক্তির ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এরপর আসে সেই ঐতিহাসিক বৃহস্পতিবার, সবার মতো আমিও ধাক্কা খেয়েছিলাম। কেউ একজন একটা বিষয় তৈরি করেছে যে মেসি চলে গেলে আমারও যাওয়ার একটা শর্ত চুক্তিতে ছিল। কিন্তু বাস্তবে এমন কিছুই ছিল না।'সাতদিনের সেরা